ন্যাভিগেশন মেনু

করোনা মাস্কের ওপর টিকে থাকে ৭ দিন


করোনাভাইরাসের প্রভাবে থমকে গিয়েছে পুরোবিশ্ব। করোনার উৎস কী, প্রাথমিক লক্ষণ কেমন বা ওষুধ-প্রতিষেধক কবে আসবে সে নিয়ে আগ্রহের কমতি নেই মানুষের মাঝে। গবেষনার মাঝে বেরিয়ে আসছে নতুন নতুন সব তথ্য।

স্বাভাবিক তাপমাত্রায় বিভিন্ন বস্তুর ওপর করোনাভাইরাস কতক্ষণ টিকে থাকে তা নিয়ে গবেষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন হংকংয়ের এইচকেইউয়ের পাবলিক হেলথ ল্যাবরেটরি সায়েন্সেস ডিভিশনের প্রধান লিও পুন লিট-মান এবং ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ ভাইরোলজিস্ট মালিক পেরিস।

লিও বলেন, প্রিন্টিং ও টিস্যু পেপারের ওপর করোনাভাইরাস ৩ ঘণ্টারও কম সময় টিকে থাকে। কাঠ এবং কাপড়ে, বিশেষ করে সুতি ল্যাবরেটরি জ্যাকেটে ২ দিনের মতো টিকে থাকতে পারে।

এছাড়া, কাচ ও টাকার ওপর ৪ দিন পর্যন্ত করোনাভাইরাস থাকতে দেখা গেছে। স্টেইনলেস স্টিল ও প্লাস্টিকের ওপর এটি টিকে থাকে ৪ থেকে ৭ দিন। এমনকি করোনা প্রতিরোধে আমরা যে সার্জিক্যাল মাস্ক ব্যাবহার করি তার উপরিভাগে ১ সপ্তাহ পর্যন্ত ভয়াবহ মাত্রায় করোনার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তবে জীবাণুনাশক দিয়ে ১ মিনিটের মধ্যেই এই ভাইরাস নিষ্ক্রিয় করা যায়। তবে সেই জীবাণুনাশকে ৬২-৭১ শতাংশ ইথানল, ০.৫ শতাংশ হাইড্রোজেন পারক্সাইড বা ০.১ শতাংশ সোডিয়াম হাইপোক্লোরাইট থাকতে হবে।

প্রাণঘাতী এ ভাইরাসটির এখন পর্যন্ত কোনো প্রতিষেধন আবিষ্কৃত হয়নি। তাই প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার অন্যতম উপায়। এজন্য ঘন ঘন সাবান ও পানি দিয়ে সঠিকভাবে হাত ধোয়া ও কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞগণ।

এমআইআর/ এডিবি

আরো পড়ুন: