ন্যাভিগেশন মেনু

করোনা মোকাবেলায় মাসের অর্ধেক বেতন দান করলেন টাইগাররা


করোনাভাইসের (কভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবেলায় নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করে দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

বুধবার (২৫ মার্চ) এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

তামিম, মাহমুদউল্লাহ, লিটনসহ চুক্তিবদ্ধ ১৭ জন ক্রিকেটার ছাড়াও আর ১০ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা দান করেছেন, যার পরিমাণ ৩১ লাখ টাকা। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ক্রিকেটারদের সঙ্গে উদ্যোগে সামিল হচ্ছে। বিসিবিও অর্থ অনুদান করবে।

কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা কোনো ক্রিকেটার যখন আন্তর্জাতিক ম্যাচ খেলেন, বিসিবি প্রাপ্য গ্রেড ধরে ওই মাসের বেতনটা তাকে দিয়ে দেয়। সে হিসেবে মাশরাফিও তার বেতনের অর্ধেক বেতন দান করেছেন।

ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস জানান, ‘করোনা ইস্যুতে ২৭ ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা দিচ্ছে। শুধু তারাই নয় এর বাইরে অনেক ক্রিকেটারই টাকা দিতে ইচ্ছুক।’

তার দেওয়া তথ্যমতে, ‘এদিকে দানকৃত এ অঙ্কের পরিমাণ ৩১ লাখ টাকা হলেও কর বাবদ ৫ লাখ টাকা বাদ দিয়ে তা দাঁড়িয়েছে ২৬ লাখ টাকায়।‘       

ইতোমধ্যেই করোনা ইস্যুতে বহির্বিশ্বের নামি দামী খেলোয়াড়েরা সাহায্যের হাত বাড়িয়েছেন। বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড লেভানডফস্কি ১ মিলিয়ন ডলার দান করেছেন। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো ১ মিলিয়ন ইউরো করে ইতোমধ্যেই দান করেছেন।

ওয়াই এ/এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন