ন্যাভিগেশন মেনু

করোনা মোকাবেলায় ৬ হাসপাতালে ৫ কোটি টাকা দিলেন মেসি


করোনার এ সংকটময় পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য আরও ৫ কোটি টাকা দিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এর আগেও করোনা মোকাবেলায় ৯ কোটি টাকা সাহায্য করেছিলেন তিনি।

নিজের দাতব্য সংস্থা ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’-থেকে ‘টুগেদার ফর দ্য হেলথ অব আর্জেন্টিনা (আর্জেন্টিনা স্বাস্থ্য সুরক্ষায় সবাই একতাবদ্ধ)’-এর তহবিলে এই বড় অংকের টাকা দান করেছেন মেসি। দেশটির গারাহান ফাউন্ডেশন নামের এক সংস্থা তহবিলটির তদারকি করছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো আর্জেন্টিনাতেও করোনা জেকে বসেছে। ইতোমধ্যে দেশটিতে এ ভাইরাসটিতে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটিতে ছয়টি হাসপাতালে মেসির টাকা দিয়ে করোনা রোগীদের সেবা দেওয়া হবে। মেসির দেওয়া টাকা দিয়ে হাসপাতালগুলোর অক্সিজেন ট্যাংক, কম্পিউটার মনিটর, শ্বাসযন্ত্র, পিপিই কিট, মাস্ক ইত্যাদি কেনা হবে বলে জানা গেছে।

এমআইআর/ এডিবি