ন্যাভিগেশন মেনু

করোনা সতর্কতায় আয়ারল্যান্ড সফর স্থগিত করেছে বাংলাদেশ


করোনা আতঙ্কে একের পর এক খেলা বাতিল হচ্ছে। বাতিল হওয়া তালিকায় এবার যোগ হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, '২০২০ সালের মে মাসে বেলফাস্ট ও ইংল্যান্ডে দুই দলের  মধ্যকার সাত ম্যাচের সিরিজিটি দুই বোর্ড ক্রিকেট আয়ারল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মতিতে স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ভ্রমণ, ক্রীড়া ইভেন্ট এবং গণজমায়েত নিষিদ্ধ। আইরিশ সরকারের পাশাপাশি যুক্তরাজ্য সরকারের পরামর্শ মেনে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সময়কালে কোনভাবেই সিরিজ আয়োজন সম্ভব নয়।'

এ বিষয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রাম বলেছেন, ‘করোনাভাইরাসের প্রভাবে কোনভাবেই সিরিজটি যথাসময়ে আয়োজন সম্ভব নয়। খেলোয়াড়, কোচ, সমর্থকদের মঙ্গলের কথা আমাদের চিন্তা করতে হবে। তাই আগামী কয়েকমাস আমরা কোনও কার্যক্রমে যাবো না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবো। সেই সঙ্গে আইসিসি, জনস্বাস্থ্য সংস্থাসহ আমাদের অংশীজনদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করবো। অবস্থার উন্নতি হলেই আমরা এ সিরিজ নিয়ে নতুন তথ্য জানাতে পারবো।'

এছাড়া, এই সিদ্ধান্তে নিতে সহযোগিতা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে ওয়ারেন ডিউট্রাম। ভবিষ্যতে দুই বোর্ড মিলে আরও ভালো পরিকল্পনা ও স্থগিত হওয়া সিরিজটির নতুন সূচি ঘোষণা করার আশা প্রকাশ করেন তিনি।

আগামী ৮ মে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সিরিজটিতে দুই দলের খেলার কথা ছিল ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজটা আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইংল্যান্ডে।

তাছাড়া, আগামী দুই মাসে আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও থাবা বসিয়েছে করোনা।

এর আগে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা তাদের সিরিজ স্থগিত করেছে। এবার সে পথেই হাটলো আয়ারল্যান্ড।

এমআইআর/এডিবি

আরো পড়ুন: