ন্যাভিগেশন মেনু

করোনা সতর্কতায় সাভারে ২ পোশাক কারখানা বন্ধ ঘোষণা


করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ ঠেকাতে ও এই ভাইরাস থেকে পোশাকশ্রমিকদের রক্ষা করতে সাভারের হেমায়েতপুরে সোমবার (২৩ মার্চ) থেকে পরর্বর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্রথম দু'টি পোশাক কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

রবিবার (২২ মার্চ) বিকেলে হেমায়েতপুরের শ্যামপুরে অবস্থিত ‘দীপ্ত অ্যাপারেলস লিমিটেড’ ও ভারারী এলাকায় অবস্থিত ‘ডার্ড গার্মেন্টস লিমিটেড’ কারখানায় বন্ধের নোটিশ দেওয়া হয়। 

শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) আলামিন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

উপ-পরিদর্শক (এসআই) আলামিন বলেন, 'বন্ধকালীন কোনো একসময় সকল শ্রমিককে চলতি মাসের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।'

কিন্তু বন্ধকালীন সময় শ্রমিকদের কিভাবে বেতন দেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে কারখানার কর্তৃপক্ষ জানায়, 'এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারিভাবে যে নির্দেশনা দেওয়া হবে তাই মেনে নেওয়া হবে।'

ওয়াই এ/ এডিবি