ন্যাভিগেশন মেনু

করোনা: আর্থিক সহায়তা প্যাকেজ তিনগুণ করলো এডিবি


স্বাস্থ্য ও অর্থনীতিতে করোনা মহামারির প্রভাব মোকাবেলায় আর্থিক সহায়তার প্যাকেজের আকার বাড়িয়ে তিনগুণ করেছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সোমবার (১৩ এপ্রিল) ম্যানিলায় সংস্থার প্রধান কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এডিবিরি কভিড-১৯ রেসপন্স প্যাকেজের আকার এখন ২০ বিলিয়ন বা ২০০০ কোটি মার্কিন ডলার । এর আগে গত ১৮ মার্চ ৬৫০ কোটি ডলারের প্রাথমিক প্যাকেজ ঘোষণা করে এডিবি। প্যাকেজের মধ্যে ২৫০ কোটি ডলার থাকবে সহজ শর্তের ঋণ এবং অনুদান। বেসরকারি খাতের জন্য থাকবে ২০০ কোটি ডলার। ‘

প্রসঙ্গত, এডিবির কভিড-১৯ প্যাকেজ থেকে গত ২৭ মার্চ  জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী কিনতে বাংলাদেশকে ৩ লাখ মার্কিন ডলার অনুদান অনুমোদন দেয় এডিবি। এরপর ১ এপ্রিল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের ঝরে পড়া ঠেকাতে ১৩ লাখ ডলার আর্থিক সহায়তা অনুমোদন করে সংস্থাটি।

এমআইআর/ এডিবি