ন্যাভিগেশন মেনু

ফসলের মাঠে শস্য দিয়ে বঙ্গবন্ধুর ছবি আঁকলেন কৃষক


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ফসলের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এঁকেছেন আব্দুল কাদির (৪১) নামে এক কৃষক। রবি শস্য দিয়ে আঁকা হয়েছে এই শিল্পকর্ম। এটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাচ্ছেন কৃষক আব্দল কাদিরের ক্ষেতে।

জানা যায়, বঙ্গবন্ধুকে ভালোবেসে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের পারাখালবালা গ্রামের কৃষক আব্দুল কাদির তার ৩৩ শতাংশ জমিতে শিল্পকর্মটি করেন। যেখানে আছে বঙ্গবন্ধু, স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা আর নৌকার ছবি বাড়িয়েছে সৌন্দর্যের মাত্রা। রবি শস্য লাল শাক ও সরিষা দিয়ে এই শিল্পকর্ম করেন তিনি।

আব্দুল কাদের জানান, বঙ্গবন্ধুকে ভালোবেসে তিনি এই কাজ করেছেন। সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে কতো ভালোবাসে তার নিদর্শন হিসেবে এই কাজ তার।

কৃষক আব্দুল কাদিরকে এই কাজে সহযোগিতা করেছে স্থানীয় পারাখালবালা বন্ধু মহল ডিজিটাল ক্লাবের যুবকরা।

ক্লাবের সভাপতি অলিউল্লাহ জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানাতে কৃষক আব্দুল কাদির আমাদের সহযোগিতা চান। আমরা ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে মাটিতে অঙ্কনের কাজে তাকে সহযোগিতা করেছি। মানুষ যাতে ভালোভাবে দেখতে পারে সেজন্য একটা মাচাও তৈরি করে দিয়েছি।

আঠারোবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান জুবের আলম কবির, বলেন ইতোমধ্যে এই ঘটনা আশপাশের এলাকায় জানাজানি হওয়ায় অনেক মানুষ দেখতে আসছে। আমি নিজেও গিয়েছি।

ঈশ্বরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, বিষয়টি আমি জেনেছি এবং সরেজমিনে গিয়েছি। কৃষকের এই উদ্যোগ প্রশংসনীয়। সাধারণ মানুষের মনে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা কাজ করে তা এই উদাহরণ দিয়ে বোঝা যায়।

ওআ/