ন্যাভিগেশন মেনু

সঙ্কটমুক্ত বুদ্ধদেব, ছাড়পত্র পাবেন শীঘ্রই


ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখন সঙ্কটমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে বেশিদিন থাকলে তিনি ফের অন্য রোগে সংক্রমিত হতে পারেন এই আশঙ্কা থেকে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দ্রুত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল শুক্রবার তাকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করেন চিকিৎসকরা। তিনি স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেছেন।

শনিবার (১২ ডিসেম্বর) বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী সোম বা মঙ্গলবার তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি চিকিৎসায় যে গতিতে সাড়া দিচ্ছেন তাতে আগামী সোমবার বা মঙ্গলবার তাকে ছুটি দেওয়া হতে পারে। তবে তাকে এখনও বাইপ্যাপ ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে।

তাকে রাইলস টিউবেই তরল জাতীয় খাবার খাওয়ানো হচ্ছে। প্রাক্তন এই মুখ্যমন্ত্রীকে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট এদিন ইতিবাচক এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা আরও জানান, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা এখন ঠিক আছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণও অনেকটা নিয়ন্ত্রিত। তার ক্যাথিটার সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে তার ফিজিওথেরাপি করানো হচ্ছে। এর পরের ধাপে তাকে রাইলস টিউব মুক্ত করা হবে। রবিবার পর্যন্ত চলবে অ্যান্টিবায়োটিক ওষুধ।

এডিবি/