ন্যাভিগেশন মেনু

করোনা: দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু


দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। যা এই ভাইরাসে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে, গত ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যু হয়। ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। ১৬ ও ১৭ ও ২৫ এপ্রিল ১০১ জন মারা যান। 

এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ১৭২ জনের।

একইসময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হলো ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।

রবিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৪৯ জন। এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা আট লাখ চার হাজার ১০৩ জন।

২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৯ জনের মধ্যে ঢাকায় ২৪ জন, চট্টগ্রামে ২২ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ৩২ জন, বরিশালে ২ জন, সিলেটে ৫ জন, রংপুরে ৯ জন এবং ময়মনসিংহে ৩ জন। এদের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৪৪ জন নারী।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

এমআইআর/এডিবি/