NAVIGATION MENU

করোনা: বশেফমুবিপ্রবির বন্ধ ২৫ এপ্রিল পর্যন্ত বেড়েছে


সরকারি নির্দেশনা অনুযায়ি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের সময়সীমা আগামী ২৫ এপ্রিল  পর্যন্ত বেড়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

এর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। ২২ মার্চ থেকে বন্ধ রাখা হয় প্রশাসনিক কার্যক্রম। 

পরে পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনা অনুসারে এ ছুটি দুই দফায় ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এখন তা ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 

এদিকে ছুটির এই সময়ে শিক্ষার্থীসহ সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। 

একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি তিনি সবাইকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এডিবি/