ন্যাভিগেশন মেনু

চিনের আরও ২ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত হচ্ছে


চিনের আরও দুই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে এসে চিনের এ’দুটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে যাচ্ছে। এগুলো হলো চিনের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসএমআইসি এবং জ্বালানি তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএনওওসি।

রয়টার্স জানায়, এ দুই প্রতিষ্ঠান সন্দেহজনক চিনা সামরিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিরক্ষা দপ্তরের কালো তালিকাভুক্ত করতে চাইছে মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগেই এ দুই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে। এই পদক্ষেপ নেওয়া হলে এ দুই প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগকারীদের বিনিয়োগ করার রাস্তা বন্ধ হবে।

সিবি/এস এস