ন্যাভিগেশন মেনু

করোনা: বিশ্বে একদিনে মৃত্যু ৮৮০৭


বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর হার বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ২৩ হাজার ২৭৬ জন ও মৃত্যু হয়েছে ২ হাজার ১৯০ জনের।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ি, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮০৭ জন। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৪৮০ জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ১৪ হাজার ১০৩ জন।

বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৭ লাখ ৮৭ হাজার ৫৩৬ জন এবং শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৪০ লাখ ৩৩ হাজার ৬৭২ জন। এখন পর্যন্ত সেরে উঠেছেন ২১ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৫০৬ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার কোটি ৪১ লাখ ৯৯ হাজার ৪৯৬ জন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ১৩ হাজার ৯৫৩ জন। দেশটিতে সুস্থ হয়েছেন তিন কোটি ৩৬ লাখ ৩৪ হাজার ৭০২ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ১৩৮ জনের। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪৮ হাজার ৯০ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ৩০ লাখ সাত হাজার ২৮৫ জন।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা দুই কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫৪৬ জন। এর মধ্যে পাঁচ লাখ ৯৬ হাজার ১৬৩ জন মারা গেছেন। আর সেরে উঠেছেন দুই কোটি চার লাখ চার হাজার ৭০১ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি। বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে।

এস এ/ওআ