ন্যাভিগেশন মেনু

করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় ৮১৪০ জনের প্রাণহানি


বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সনাক্ত হয়েছে আরও ৪ লাখ ৪২ হাজার ৫১০ জনের।

করোনাভাইরাসের হালনাগাদ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ি, রবিবার (১৪ মার্চ) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৪১ হাজার ৫৯২ জন ছাড়িয়েছে ও মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ২৬ লাখ ৫৯ হাজার ১৭৬ জনে। তাছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৪৪১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত সনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৩ হাজার ৬২২ জন। দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৩৭ জন। দেশটিতে মোট মারা গেছেন ৫ লাখ ৪৬ হাজার ৬০৫ জন।

এদিকে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৬৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৬৪২ জন।

এদিন সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪০ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৭৭ হাজার ২১৬ জনে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২৫০ জনে।

করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। অঞ্চলভিত্তিক হিসেবে বিশ্বে করোনার সবচেয়ে ভয়াবহ সংক্রমণের শিকার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও লাতিন আমেরিকার দেশগুলো।

যেসব দেশে গত ২৪ ঘণ্টায় বেশি মৃত্যু হয়েছে সেগুলো হলো, ভারতে ১৫৯ জন, ব্রাজিলে ১ হাজার ৯৪০ জন, রাশিয়ায় ৪৭৫ জন, মেক্সিকো ৭০৯জন, ইতালি ৩১৭ জন, জার্মানি ১১৭ জন

সিবি/ এডিবি/