NAVIGATION MENU

করোনা: ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৭৭০ জন সনাক্ত


করোনার প্রকোপ বেড়েই চলেছে ভারতে। দেশটিতে প্রতিনিয়ত আরও ভয়ংকর হয়ে উঠছে করোনাভাইরাস। ভারতে আনলক শুরু হওয়ার পর থেকেই করোনাভাইরাস সংক্রমণের ধারা উর্ধ্বগতিতে। সনাক্ত রোগীর সংখ্যার হিসেবে ভারতের অবস্থান বিশ্বে তৃতীয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দেশটিতে গত ২৪ ঘণ্টায়  করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৭৭০ জন। যা দেশটিতে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। তাছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৮১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লাখ ৮৭ হাজার ৯৩৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৪৩৫ জনের।’

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ি,  ‘দেশটিতে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৮ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতের মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মৃতের দিক থেকেও এগিয়ে এ রাজ্য। শুধু এই রাজ্যেই সনাক্ত রোগীর সংখ্যা আট লাখের কাছাকাছি। মারা গেছে ২৪ হাজারের বেশি মানুষ।’

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা অন্ধ্র প্রদেশ, এরপরেই অবস্থান তামিলনাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লির।

ওয়াই এ/এডিবি