ন্যাভিগেশন মেনু

করোনা: ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১০৪ জনের মৃত্যু


ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এটি বিশ্বে একদিনে যেকোনো দেশে সর্বোচ্চ।

এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৬৭৪ জন এবং দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৮৩৫জন।

বৃহস্পতিবার (২২এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী এতথ্য নিশ্চিত হওয়া যায়।

ওয়ার্ল্ডোমিটার অনুসারে, গেলো এক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিনই আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে সংক্রমণ। তবে, এ পরিস্থিতিতেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সর্বাত্মক লকডাউনের কথা এখনই ভাবছে না তার সরকার।'

তিনি জানান, সচেতনতা ও সাবধানতাই পারে করোনা থেকে বাঁচাতে।

এর আগে যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে একদিনে বিশ্বে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল।

সিবি/ওআ