NAVIGATION MENU

করোনা: ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে ৪৫ হাজার, মৃত্যু ৫৮৭


ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সনাক্ত হয়েছে আরও ৪৫ হাজার ৪৩৯ জনের।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৯ লাখ ৫৮ হাজার ১৪৫ জনে পৌঁছেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬১৮ জনের।’

এ ছাড়া বর্তমানে দেশটিতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮৩ লাখ ৮১ হাজার ৭৭০ জন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে শুরু থেকেই সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। যেখানে এখন অবধি ১৭ লাখ বেশি লোক আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ৮ লাখ ছাড়িয়ে গেছে। কর্নাটকে ৮ লাখ ও তামিলনাড়ুতে ৭ লাখের বেশি এখন অবধি করোনায় সংক্রমিত হয়েছেন। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।

এছাড়া ওড়িশা ও তেলঙ্গানাতে আড়াই লাখ পার করেছে আক্রান্তের সংখ্যা। বিহার, অসম, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তীসগঢ়, পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

ওয়াই এ/এডিবি