ন্যাভিগেশন মেনু

কর্মীদের আর কর্মস্থলে গিয়ে কাজ করতে হবে না: ট্যুইটার


আর কখনো তাদের কর্মস্থলে যেতে নাও হতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে কর্মরত ৫ হাজার কর্মীর জন্য সুখবর জানিয়েছেন প্রতিষ্ঠানটি। করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে গত মার্চ থেকেই প্রতিষ্ঠানের কর্মীরা বাড়িতে থেকেই কাজ করছেন। 

যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে অবস্থিত ট্যুইটারের প্রধান অফিস বলছে, কোম্পানিটির ৫ হাজার কর্মী মার্চ মাস থেকেই বাড়ি থেকে কাজ করছেন। বাড়ি থেকে কাজের ব্যবস্থাপনা ও পরিকল্পনা এতো দারুণভাবে কাজে দিয়েছে যেট্যুইটার এখন খুব প্রয়োজন না হলে কাউকেই অফিসে আসতে বলবে না।

দিল্লী, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বব্যাপী ট্যুইটারের মোট ৩৫টি অফিস রয়েছে।

এডিবি/