ন্যাভিগেশন মেনু

কলকাতার এসএসকেএম হাসপাতালে গুলিতে আহত পুলিশকর্মী


ভারতের কলকাতায় শেঠ সুখলাল করণানি মেমােরিয়াল হাসপাতালে (এসএসকেএম) গুলিতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এল কে রায় চৌধুরী নামে ওই ব্যক্তি তখন ডিউটিরত অবস্থায় ছিলেন।

শনিবার (৩ এপ্রিল) সকালে এই ঘটনায় আহত পুলিশকর্মীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, তার সার্ভিস রিভলভার থেকেই ছিটকে বেরিয়েছে গুলি। আর তাতেই গুরুতর আহত হন তিনি।

জি টুয়েন্টিফোর-এর এক প্রতিবেদনে জানা যায়, এদিন সকালে ফোর্স নিয়েই হাসপাতাল চত্বরে আসেন তিনি। ট্রমা কেয়ারের সামনেই পার্ক করেন গাড়ি। এরপর ট্রমা কেয়ারের পিছন দিকের একটি ভবনে চলে যান। সেখানে নির্মাণ কাজ চলছিলো। এর ঠিক পরেই আচমকা গুলির শব্দ শোনা যায়। পরে সেনাসদস্যরা ভেতরে গিয়ে এল কে রায় চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পাশেই পড়েছিল তাঁর সার্ভিস রিভলভার। প্রাথমিত তদন্তে পুলিশ জানতে পারে ওই সার্ভিস রিভলভার থেকেই গুলি বেরিয়েছিল।

ওই পুলিশকর্মীকে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্র জানায় পারিবারিক কিছু সমস্যা চলছিলো তার। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাসপাতাল চত্বরের সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ।

সিবি/এডিবি/