ন্যাভিগেশন মেনু

কলকাতায় করোনা আবহেই সচল হলো মেট্রোরেলের চাকা


করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কলকাতায় বন্ধ থাকা মেট্রোরেল ১৭৬ দিন পর ফের চলাচলের অনুমতি দিয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে চলতে শুরু করেছে মেট্রোরেল। গত ২২ মার্চ সর্বশেষ চলেছিল কলকাতার এই মেট্রোরেল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ভারতীয় রেল কর্তৃপক্ষ কলকাতার এই মেট্রোরেল নিয়মিত চালানোর সিদ্ধান্ত নেয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ১০টায় উত্তর কলকাতার শহরতলীর নোয়াপাড়া স্টেশন থেকে এবং দক্ষিণ কলকাতার শেষ প্রান্ত কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু হয়। দু’দিক থেকেই ১৫ মিনিট অন্তর চলবে ট্রেন। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিষেবা চালু থাকবে।

এর আগেরদিন রবিবার সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় পরীক্ষার্থীদের জন্য মেট্রোরেলের ‘সুযোগ’ সীমাবদ্ধ থাকলেও আজ সোমবার থেকে সবারজন্য এই পরিসেবা চালু থাকবে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা এবং বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০ মিনিট অন্তর অন্তর এই ট্রেন চলবে। আর বাকি সময়ে চলবে ১৫ মিনিট অন্তর। কবি সুভাষ স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত প্রতিদিন ৫৮টি ট্রেন চলবে। আর নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে ৪৯টি। 

জানা যায়, একটি বগিতে ৫০ জন যাত্রী বসার অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি স্টেশনে স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। স্মার্টকার্ডের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করে মেট্রোয় চড়তে হচ্ছে যাত্রীদের।

এডিবি/