ন্যাভিগেশন মেনু

কলকাতায় মিলল শীতের আমেজ


ভরতের বিভিন্ন রাজ্যগুলিতে শীতের আমেজ শুরু হয়েছে। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা নামল ২ ডিগ্রিরও বেশি। চলছে কার্তিক মাস। তা সত্ত্বেও এতদিন ধরে গরমে হাঁসফাঁস দশা রাজ্যবাসীর। তবে বুধবার সকালে আচমকাই আবহাওয়ার এমন পরিবর্তন।

রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভোরের দিকে শীতের আমেজও আপাতত বজায় থাকবে। তবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে বলেই মত আবহাওয়াবিদদের।

মৌসম ভবনের পূর্বাভাস পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী চারদিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে শৈত্যপ্রবাহের সর্তকতাও জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর রাজস্থানে আগামী ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা। আর কলকাতায় হেমন্তের আবহাওয়া। কলকাতায় আকাশ পরিষ্কার হতেই রাতের তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রির বেশি নেমে গেল।  

সোমবার কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রী। সেই তাপমাত্রা একদিনে নেমে মঙ্গলবার রাতে হল ২২.৪ ডিগ্রি। কলকাতার বাতাসে এখনও জলীয় বাষ্প রয়েছে।তার ফলে রাতের তাপমাত্রা কমলেও দিনের বেলায় আর্দ্রাতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। তবে রাতে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজও বজায় থাকবে।

সিবি/ওআ