ন্যাভিগেশন মেনু

কলকাতায় রেলের দফতরে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৯


কলকাতার ইডেন গার্ডেনের কাছে একটি রেলের দফতর ভবনে আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে।

সোমবার (৮ মার্চ) রাত ১০ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ আগুনে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের  সোমবারের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৯ জনের মধ্যে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থ সারথি মণ্ডল, ফায়ার সার্ভিসের চার কর্মী, এক পুলিশ কর্মকর্তা এবং আরপিএফ-এর একজন রয়েছেন। বাকি দু’জনকে এখনও শনাক্ত করা যায়নি।

সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রেলের ১৪ তলা ওই ভবনটির ১৩তলায় প্রথম আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের ১২তলায়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

ওআ/