ন্যাভিগেশন মেনু

কলকাতায় রেল দফতরের অফিসে আগুন, নিহত ৭


কলকাতার ইডেন গার্ডেনের কাছে একটি রেলের দফতর ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সোমবার (৮ মার্চ) রাত ১০ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ আগুনে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মৃতদের মধ্যে ৪ জন দমকল কর্মী, ১ জন আরপিএফ কর্মী এবং ১ জন কলকাতা পুলিশের এএসআই। আরেক জনের পরিচয় জানা যায়নি। তাঁদের প্রত্যেকের ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, এই ঘটনায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে। ১৩ তলা থেকে তাঁদের দেহ উদ্ধার হয়েছে।

ঘটনাস্থলে রাজ্যের মন্ত্রী ফিরহার হাকিম ও সুজিত বসু রয়েছেন। কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র, ডিজি ফায়ার জাভেদ শামিম সহ দমকল-পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। সোমবার সন্ধ্যা ৬.১০মি নাগাদ স্ট্র্যান্ড রোডে রেলের দফতরের ১৩ তলায় আগুন লাগে।

প্রথমে ১৩ তলায় আগুন লেগেছিল৷ পরে সেই আগুন ছড়িয়ে পড়ে নীচের তলাগুলোতেও। ১২ তলাতেও আগুন ছড়িয়ে পড়েছে। তবে আগুনের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান বাধা বহুতলের উচ্চতা। দমকলকর্মীরা অত্যাধুনিক হাইড্রলিক ল্যাডার ব্রন্টোস্কাইলিড এফ-৫৫ (ল্যাডার) নিয়ে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন।

বহুতলের ১৩ তলায় রয়েছে পূর্ব রেলের চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অফিস৷ যেখানে রয়েছে আরপিএফ, আইজি, চিপ ফিনান্স কমিশনার, দক্ষিণ -পূর্ব রেলের চিপ কমার্শিয়াল ম্যানেজার সহ বিভিন্ন বিভাগের শীর্ষ কর্তাদের অফিস৷

এদিন সকালেই তিলজলার কুষ্টিয়া রোডের একটি রবার কারখানায় আগুন লেগেছিল। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল ৮টা নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দিয়েছিল। কারখানার পাশেই একটি স্কুল। তবে কোনও বিপদ হওয়ার আগেই পড়ুয়াদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছিল।

ওআ/