ন্যাভিগেশন মেনু

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তনের মামলায় গ্রেপ্তার ৩


পটুয়াখালী কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামকে কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর রাতে পুলিশের পৃথক দুটি দল মিঠাগঞ্জ ও নাচনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে খলিল, নোমান ও নয়ন বয়াতীকে গ্রেপ্তার করে।

এর আগে আহত রাকিবুলের মা রাহিমা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে প্রধান আসামী করে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আট জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার বলেন, মিঠাগঞ্জে  ছাত্রলীগের বিবাদমান গ্রুপের কর্মকান্ডে তারাও বিব্রত। এর আগেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল আহসান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে দল থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্র্য সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিস্কার করা হয়।

কলাপাড়া থানার উপ পরিদর্শক মো. আসাদুর রহমান, রাকিবুলের হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে। মামলার অন্য অসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান।

এমকেআর/সিবি/ওআ/