ন্যাভিগেশন মেনু

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তন


পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামের (২৫) উপর সশস্ত্র হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষ। এ সময় পাল্টা হামলায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী রায়হান জখম হয়েছেন।

বুধবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে তেগাছিয়া বাজার সংলগ্ন হাজীমুদ্দি কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।

রাকিবুলের পরিবার সূত্রে জানা যায়, হামলায় আহত দুইজনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে রাকিবুল ও রায়হানের অবস্থার অবনতি হলে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।

আহতরা হামলার জন্য একে অপর গ্রুপকে দায়ী করছেন। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতালে আহতদের সাথে কথা বলে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আহত ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, 'তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে হাজীমুদ্দি কালভার্ট এলাকায় পৌঁছালে আগে থেকে দলবদ্ধভাবে অবস্থান নেওয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও তার ভাই রায়হানের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এ সময় তরিকুল তার হাতের কব্জি কেটে ফেলে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।'

তবে রায়হান এ হামলার কথা অস্বীকার করে বলেন, 'তারা হামলা করেনি, রাকিবুল তাদের উপর হামলা চালিয়ে তার দুই হাত কুপিয়ে জখম করে।'

কলাপাড়া হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাইনুল হোসেন বলেন, রাকিবুলের ডান হাতের কব্জি কেটে চামড়ার সাথে ঝুলে আছে। এছাড়া মাথা, পিঠে একাধিক কাটা চিহ্ন রয়েছে। অপর আহত রায়হানের দুই হাতের কাটা চিহ্ন রয়েছে। দুজনকেই বরিশাল রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক আসাদুর রহমান জানান, তারা হামলার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ঘটনায় জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে বলে জানান।

এমকেআর/সিবি/এডিবি/