ন্যাভিগেশন মেনু

কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২২ জনকে জরিমানা


পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে লকডাউনের প্রথম সকালে ব্যস্ত সড়কগুলো ছিলো জনমানবশূণ্য। সড়কে ছিলো না কোন যানবাহন। তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন বাজারে দোকানপাট খুলতে শুরু করেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল নয়টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে শহরে ভ্রাম্যমাণ আতালতের টহল শুরু হয়। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় পাঁচজনকে তিন হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া দুপুরে মহিপুরে বাজারে নিষেধাজ্ঞা উপেক্ষা করায় ১৭ মামলায় ১৭ জনকে ১৭ হাজার ৭৩০ টাকা জরিমানা করেছে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে কলাপাড়ার মহিপুরে আজ সাপ্তাহিক হাটের দিন সকালে দোকানপাট কিছুটা খুললেও প্রশাসনের টহল শুরু হওয়ায় মুহুর্তের মধ্যে তা বন্ধ হয়ে যায়। বাজারে বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ করতে সড়ক আটকে দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ভ্রাম্যমাণ দোকানগুলো।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, 'কলাপাড়ায় দুই প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও পুলিশের টহল থাকবে। লবডাউন কার্যকর করতে প্রথম দিন সতর্ক করে দেওয়া হলেও কাল থেকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।'

এদিকে কলাপাড়ায় ক্রমশ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষও এ লকডাউনকে ইতিবাচক হিসেবে দেখছেন।

গতকাল বুধবার কলাপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চারদিনে তিনজনের মৃত্যু হয়েছে। গত সাত দিনে ৮৫ জনের পরীক্ষায় করোনা সনাক্ত হয় ৫৩ জন। আক্রান্তের হার ৬২ দশমিক ৩৫ ভাগ।

এমকেআর/সিবি/এডিবি/