ন্যাভিগেশন মেনু

কাকডাঙ্গা সীমান্ত থেকে ২ কোটি ৬৮ লাখ টাকার সোনা উদ্ধার


সাতক্ষীরা জেলার ভারত-বাংলাদেশের কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে চার কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  যার বর্তমান বাজার মূল্য দুই কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা।

রবিবার (২৮ জুন) ভোর ৫টার দিকে কেড়াগাছি সীমান্তের গফফারের ঘাট এলাকা থেকে এ সোনা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার।

তিনি জানান, সোনা চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার নূর আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করেন। দলটি বাংলাদেশ অভ্যন্তরে কেড়াগাছি গফফারের ঘাট এলাকায় গিয়ে ২৪টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে, যার ওজন চার কেজি ৫৪০ গ্রাম।

সাতক্ষীরা বিজিবির কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক সুবেদার ওলিউল আলম জানান, সকাল সাড়ে আটটার দিকে একটি মোটরসাইকেলে দুজনকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের থামতে বলা হলে তারা না থেমে কিছুদূর যায় এবং মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলে একটি পলিথিনে মোড়ানো ভারী দ্রব্য দেখে বিজিবি তা খুলতেই বেরিয়ে আসে সোনা।

তিনি আরও জানান, বিজিবি এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।

এসব সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান বিজিবি কর্মকর্তা মহিউদ্দীন।

ওয়াই এ/ এডিবি