NAVIGATION MENU

কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়ল জাতীয় ফুটবল দল


বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি কোচ জেমি ডে ও ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন জামাল ভূঁইয়ারা।

নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ডাগআউটে ছিলেন কোচ জেমি ডে। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২-০ গোলের ব্যবধানে। কিন্তু পরের ম্যাচের আগেই দুঃসংবাদ আসে। করোনা আক্রান্ত হন জেমি ডে। যে কারণে দ্বিতীয় ম্যাচে আর মাঠে যেতে পারেননি, হোটেলে বসে টিভিতেই দেখেন খেলা।

এদিকে কাতার যাওয়ার আগে ২৭ ফুটবলার এবং ১০ জন কর্মকর্তার করোনা টেস্ট করে বুধবার সন্ধ্যায় তাদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কিন্তু পরদিনই আসে আরেকটা দুঃসংবাদ। ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক কোভিড-১৯ পজিটিভ হন। সুতরাং, কোচ জেমি ডে’র সঙ্গে কাতারগামী ফুটবলারদের বিমানে উঠতে পারছেন না এই ফুটবলারও।

বাফুফে থেকে পাঠানো এক বার্তায় আরো জানানো হয়েছে, তিনদিন পর আবারও টেস্ট করা হবে মানিকের। যদি তখনও তার টেস্টের রেজাল্ট পজিটিভ আসে, তাহলে প্রধান কোচ মানিকের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় বাছাই করতে পারবেন।

এমআইআর/ওআ