ন্যাভিগেশন মেনু

কানাডার নির্বাচন: তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাচ্ছে ট্রুডোর লিবারেল পার্টি


কানাডার ৪৪তম সাধারণ নির্বাচনের তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। নির্বাচনে জয়লাভ করলেও দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিবিসি। 

এটি ট্রুডোর তৃতীয় ফেডারেল নির্বাচনে জয়। তবে তার সমালোচকরা বলছেন নির্বাচনটি নিতান্তই সময়ের অপচয়।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে লিবারেলদের দরকার ১৭০টি আসন। তবে তাদের ১৫৬টি আসন জেতার সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে, এরিন ও’টুলের কনজারভেটিভ পার্টি প্রধান বিরোধী দলের মর্যাদা ধরে রেখেছে। তারা প্রায় ১২২টি আসন জিতবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে মন্ট্রিয়লে সমর্থকদের উদ্দেশ্যে ট্রুডো বলেন, 'এখনও ভোট গণনার বাকি আছে। কিন্তু আজ রাতে আমরা যা দেখেছি তা হলো, লাখ লাখ কানাডিয়ান একটি প্রগতিশীল পরিকল্পনা বেছে নিয়েছেন।'

'আপনারা এমন একটি সরকার নির্বাচিত করেছেন যা আপনার পক্ষে লড়াই করবে এবং আপনার জন্য কাজ করবে', তিনি বলেন।

সংসদের ৩৩৮টি আসনে ভোটার দুই কোটি ৭০ লাখ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। এবার মেইলের মাধ্যমেও বহু ভোট পড়েছে।

কানাডায় এবারের নির্বাচনে দেশটির পার্লামেন্টের হাউস অব কমন্সের ৩৩৮ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ১০ জন প্রার্থী। এরমধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের প্রার্থী ১ হাজার ৯১৯ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৯১ জন।

প্রথম ২০১৫ সালে কানাডার সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি আবারও জিতেন। ২০১৯ সালের নির্বাচনের পর পরবর্তী নির্বাচনটি ২০২৩ সালের অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেন ট্রুডো। 

কানাডায় করোনা মহামারির চতুর্থ ধাক্কা চলাকালীন এই নির্বাচনটি দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন। এতে প্রায় ৬০০ মিলিয়ন কানাডিয়ান ডলার ব্যয় হয়েছে।

এডিবি/