ন্যাভিগেশন মেনু

কানাডার ব্যবসায়ীরা বাণিজ্য বাড়াতে আগ্রহী


কানাডা সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, কানাডার বিভিন কাঁচামাল বাংলাদেশে প্রক্রিয়াজাত করে পণ্যের মূল্য সংযোগে ঘটিয়ে স্থানীয় ও বিশ্ববাজারে বিক্রির মাধ্যমে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ৪ সেপ্টেম্বর কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন, অটোয়া কর্তৃক আয়োজিত বাংলাদেশ ও কানাডার সাসকাচুয়ান প্রদেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়ক সেমিনারে এসব কথা বলেন।

এতে করে ব্যবসায়ীগণ যেমন লাভবান হবেন, তেমনি বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগসহ বিপুল কর্ম সংস্থানেরও সৃষ্টি হবে। বাংলাদেশে এখন চমৎকার বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে।

বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে। বিনিয়োগকারীগণ বাংলাদেশে পণ্য উৎপাদন করে বিশেষ সুবিধায় সারা বিশ্বে উৎপাদিত পণ্য রপ্তানি করতে পারবে।

কানাডীয় উদ্যোক্তাগণ বাংলাদেশ ভ্রমণ করে বাস্তব পরিবেশ পর্যবেক্ষণ করলে বিষয়টি পরিষ্কার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বিনিয়োগ বান্ধব নীতি ও পরিবেশ বিনিয়োগকারীদের জন্য খুবই সহায়ক হবে।

কানাডার সাসকাচুয়ান প্রদেশের ব্যবসায়ীগণ এ সুযোগ গ্রহণ করতে পারেন। বাংলাদেশ সরকার এ ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা প্রদান করবে।

বাণিজ্যমন্ত্রী  বাংলাদেশ ও কানাডার মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে দু’দেশের মধ্যকার বর্তমান বাণিজ্যের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, সাসকাচুয়ান প্রদেশ দু’দেশের বাণিজ্য বৃদ্ধিতে অসমান্য অবদান রেখে চলেছে, যা আরও বৃদ্ধি করা সম্ভব। বৈঠকে মূলত এ প্রদেশ ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ কিভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে প্রাদেশিক সহকারী উপ-মন্ত্রী মিজজডি ব্যাঙ্কস, সাসকাচুয়ান চেম্বার অব কমার্সের সভাপতি ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ সাসকাচুয়ান ও বাংলাদেশের মধ্যকার বর্তমান বাণিজ্যিক সম্পর্ককে  আরও  সম্প্রসারণ ও নিবিড় করার লক্ষ্যে নতুন নতুন পন্থা উদ্ভাবনের তাগিদ দেন।  


এসএস