ন্যাভিগেশন মেনু

কাপ্তাইয়ে অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার


রাঙ্গামাটির কাপ্তাই থেকে অস্ত্র মামলার আসামি অংজাই মারমাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে তাকে রাঙ্গামাটি আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর মুরালী পাড়া এলাকার মং বাখই মারমার ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুধবার (১৯ মে) দিবাগত রাতে কাপ্তাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে অফিসার ও পুলিশ ফোর্স ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়ায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।’

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে ২০০৫ সালে একটি অস্ত্র মামলা ছিল।’

ওয়াই এ/ওআ