ন্যাভিগেশন মেনু

কাপ্তাইয়ে বাড়ছে টাইফয়েড আক্রান্ত রোগীর সংখ্যা


রাঙামাটি জেলার কাপ্তাইয়ে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দিন দিন বাড়ছে টাইফয়েড জ্বরে আক্রান্তের সংখ্যা।

স্থানীয় চিকিৎসকরা বলেন, সর্দি, কাশি হলেই করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এমন কোনো কথা নয়, এটা একটি মৌসুমি ভাইরাস।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী বলেন, বর্তমানে প্রতিটি ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর দেখা দিচ্ছে। তবে সর্দি, কাশি হলেই তা করোনা নয়। তাই তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

অন্যদিকে সর্দি, কাশি থাকায় এই জ্বরকে অনেকেই করোনা বলে মনে করছেন। তাই অনেকে ভয়ে কভিড-১৯ পরীক্ষা করছেন। 

কাপ্তাই নতুন বাজার মেডিকেল টেকনোলজিস্ট মহিম চাকমা জানান, তার ল্যাবে বেশির ভাগ রোগী আসেন টাইফয়েড, ম্যালেরিয়া পরীক্ষার জন্য। দেখা যায়, এদের মধ্যে বেশির ভাগই টাইফয়েড রোগে আক্রান্ত।

কাপ্তাই নতুন বাজার মুনমুন মেডিকেল হলের একজন স্থানীয় পল্লীচিকিৎসক বলেন, তার ফার্মেসিতে প্রতিদিন সর্দি, কাশি ও ভাইরাস জ্বর নিয়ে ৪০-৪৫ জন রোগী আসেন এবং তারা নিজ উদ্যোগে পরীক্ষা করাচ্ছেন। দেখা যাচ্ছে তাদের অধিকাংশই টাইফয়েডে আক্রান্ত।

সিবি/এডিবি