ন্যাভিগেশন মেনু

কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে দুই শিশুর মৃত্যু


রাঙামাটি জেলা শহরের কেরানী পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো - আফনান নূর (১৪) ও মুস্তোহাফ অংকন (১০)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের কেরানী পাহাড় এলাকায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি অঞ্চলের প্রধান বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে আফনান নূর ও বন কর্মচারী লিয়াকত আলীর ছেলে মুস্তোহাফের সঙ্গে সাইকেলে ঘুরতে বের হয়। দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকার কারণে তাদের স্বজনরা তাদের খুঁজতে বের হন। কোথাও খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় রাঙামাটি কোতয়ালী থানা ও ফায়ার সার্ভিসকে।

পরে কাপ্তাই হ্রদের পাশে তাদের সাইকেল দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হ্রদের পানিতে খুঁজতে নামে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাদের দু'জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হবে বলে জানান তিনি।

এস এ /এডিবি