ন্যাভিগেশন মেনু

কাবুলে মর্টার হামলায় নিহত ৮


আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি রকেট চালিত মর্টার হামলায় কমপক্ষে আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ২০ জন।

শনিবার (২১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, নগরীর কমপক্ষে চারটি স্থানে এই হামলা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিখ্যাত সিদারাত স্কয়ার ছিলো, যেখানে আফগান উপ-রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহের কার্যালয়।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এখন পর্যন্ত ১৪টি রকেট হামলার খবর জানা গেছে। বিভিন্ন রাস্তা-ঘাট রক্তে ছেয়ে গেছে। সেসব স্থানে হামলা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপের চিত্র। শহরজুড়ে চুলচেরা অভিযান শুরু করেছে বিশেষ বাহিনী। যোগ দিয়েছে সেনা সদস্যরাও।

সিবি/এডিবি