ন্যাভিগেশন মেনু

কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা


আফগানিস্তানের রাজধানী কাবুলে রকেট হামলা হয়েছে। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে শহরটি।

রবিবার (২৯ আগস্ট) বিকেলে ওই বিস্ফোরণ হয় বলে বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ‘বিমানবন্দরের কাছাকাছি একটি বাড়িতে একটি রকেট আঘাত হেনেছে।’

ওই বিস্ফোরণ কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও জানা যায়নি।

এর আগে শনিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে তিনদিনের মাথায় আবারও হামলা হতে পারে। আফগানিস্তানে অবস্থানরত সব মার্কিনিদের বিমানবন্দর সংলগ্ন এলাকা ত্যাগ করতে নির্দেশনা দিয়েছে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিমানবন্দরের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় একটি শাখা-ইসলামিক স্টেট ইন খোরাসান প্রদেশ (আইএস-কে) ওই হামলার দায় স্বীকার করেছে।

পাল্টা জবাব হিসাবে শুক্রবারে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে শীর্ষস্থানীয় দুজন আইএস নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি হয়েছে। এই দুজন পরিকল্পনাকারী ও পরিকল্পনা বাস্তবায়নকারী বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। তবে কাবুল বিমানবন্দরে হামলার সঙ্গে তারা সরাসরি জড়িত ছিলেন কি না, তা পরিষ্কার নয়।

ওআ/