ন্যাভিগেশন মেনু

কাবুল বিমানবন্দরের ফটকে আত্মঘাতী ‘বোমা বিস্ফোরণে’ নিহত ১৩


আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের একটি প্রবেশমুখে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার ( ২৬ আগস্ট) পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক টুইট বার্তায় বলেছেন, কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রয়টার্সকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরের বাইরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর বিস্ফোরণে শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের পর প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, রক্তমাখা কাপড়ে আহতদের দুই চাকার বাহনে করে নিয়ে যাওয়া হচ্ছে। নারী, পুরুষ ও শিশু কেউ কেউ মাথায় ব্যান্ডেজ পরিহিত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন। 

হোয়াইট হাউস জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের বিষয়টি এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি টুইটবার্তায় নিশ্চিত করে বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই গোলাগুলির শব্দ পাওয়া যায়।

এর আগে পশ্চিমা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, আফগানিস্তান থেকে নাগরিকদের উদ্ধার তৎপরতার শেষপর্যায়ে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হওয়ার শঙ্কা বেশি। বৃহস্পতিবার বোমা বিস্ফোরণের ঘটনায় পশ্চিমা গোয়েন্দা সংস্থাদের আশঙ্কা সত্য হয়েছে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের সতর্কবার্তায় আফগানদের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর অবিলম্বে ছাড়তে বলা হয়।

দেশ ছাড়তে উদগ্রীব আফগানরা বিমানবন্দরের বাইরে ভিসা প্রক্রিয়ার জন্য যেখানে অপেক্ষা করছিলেন, সেখানে বিস্ফোরণটি হয় বলে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।

ওআ/