ন্যাভিগেশন মেনু

কাবুল বিমানবন্দরে আইএস’র হামলার আশঙ্কা, সতর্কতা জারি


কাবুল বিমানবন্দরে আইএস’র হামলার আশঙ্কায় সেখানে না যেতে নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্র দেশগুলো।

বিবিসি জানিয়েছে, এরই মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। নতুন করে দেওয়া আরেকটি বার্তায় বলা হয়েছে, যারা ইতিমধ্যে বিমানবন্দরের বাইরে রয়েছেন; তাদের অবিলম্বে ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

নির্ধারিত ৩১ আগস্টের মধ্যেই যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের নাগরিকদের ফেরাতে অভিযান শেষ করতে জোর দিয়েছে। এরই মধ্যে গত ১০ দিনে  কাবুল থেকে ৮২ হাজার ৯০০ জনকে সরিয়ে নেওয়া হয়ে।

মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, যেহেতু আইএসের সঙ্গে তালেবানের মতবিরোধ রয়েছে, তাই এই সুযোগে আইএস সদস্যরা হামলা চালাতে পারে। তাছাড়া আফগানিস্তানে আইএসের প্রচুর ‘স্লিপার সেল’ রয়েছে যা হামলার আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছে।

পরিস্থিতির বিবেচনায় এক বিবৃতিতে কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের বাইরে থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যতক্ষণ না সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ আসে, ততক্ষণ ওই এলাকা এড়িয়ে যাওয়াই ভালো।’

উল্লেখ্য, তালেবান কাবুল দখল করার আগে গত এপ্রিলেও সংখ্যালঘু এলাকায় হামলা চালায় আইএস জঙ্গিগোষ্ঠী। এর আগে ২০১৬ সালেও কাবুলে আত্মঘাতী হামলা চালিয়েছিল আইএস।

এই জঙ্গিগোষ্ঠী তালেবানকে তাদের শত্রু বলে মনে করে। তালেবানও আশঙ্কা প্রকাশ করেছে, তাদের ওপর দায় চাপাতে অন্য কোনো গোষ্ঠী এই পরিস্থিতির সুযোগে হামলা চালাতে পারে।

ওআ/