ন্যাভিগেশন মেনু

কাবুল বিমানবন্দরে ২ পক্ষের গোলাগুলিতে নিরাপত্তা সদস্য নিহত


আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে জার্মান, মার্কিন সেনাদের গোলাগুলিতে এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। কে বা কারা হামলা চালিয়েছে, তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

সোমবার (২৩ আগস্ট) কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জার্মানির সামরিক বাহিনী।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, পশ্চিমা দেশগুলোর সামরিক বাহিনীর পাশাপাশি কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আফগান নিরাপত্তা সদস্যরাও। সোমবার এক অজ্ঞাত বন্দুকধারী সেখানে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হলে এক নিরাপত্তা সদস্য নিহত হন।

ট্যুইটারে জার্মানির সামরিক বাহিনী জানিয়েছে, বিমানবন্দরের এই গেটে মার্কিন বাহিনী ও জার্মান বাহিনী দায়িত্বপালন করছে।

রয়টার্স বলছে, বিমানবন্দরের বাইরে চারপাশে তালেবান যোদ্ধারা মোতায়েন রয়েছে। সেখানে তারা শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। অন্যদিকে বিমানবন্দরের ভেতরে দায়িত্বপালন করছে মার্কিন সেনাসহ পশ্চিমা দেশগুলোর সেনারা। সেখানে তাদের সহায়তা করছে কিছু আফগান গার্ড।

বিমানবন্দরে অবস্থানরত দু’জন ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন, সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং বিমানবন্দরের সকল গেট আপাতত বন্ধ রাখা হয়েছে।

সিবি/এডিবি/