NAVIGATION MENU

কাভানির নৈপূন্যে ইউনাইটেডের জয়


প্রিমিয়ার লিগ ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা চার অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পরেও জয় পাওয়ার অনন্য রেকর্ড গড়েছে ওলে গুনার গুলসারের শিষ্যরা। সাউদাস্পটনের মাঠে ম্যানইউ জয় পেয়েছে ৩-২ গোলে।

এদিন ম্যাচের শুরু থেকেই বেশ দাপটের সঙ্গে খেলে সাউদাস্পটন। ম্যাচের ২৩ মিনিটে ও ম্যাচের ৩৩তম মিনিটে ইউনাইটেডের শিবিরে হামলা চালিয়ে দুটি গোল করে নেয় সাউদাস্পটন।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে যেন ছন্দে ফেরে ম্যানইউ। ম্যাচের ৪৬তম মিনটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন কাভানি। ম্যাচের ৬০তম মিনিটে ফার্নান্দেজকে দিয়ে গোল করান তিনি। ম্যাচের ৬৯ মিনিটে নিজেই বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান কাভানি।

নিশ্চিত ড্র হওয়া ম্যাচে কাভানি অতিরিক্ত সময়ে ফ্রি-কিক থেকে ডি-বক্সের ভেতর দারুণ এক ড্রাইভিং হেডে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ইউনাইটেড পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে এসেছে।

এমআইআর/এডিবি