NAVIGATION MENU

কামারখন্দে লালমনি এক্সপ্রেসের ধাক্কায় নিহত ১


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার জামতৈল কোবাদ শেখের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

কামারখন্দের জামতৈল স্টেশনের স্টেশনমাষ্টার আবু হান্নান জানান, সোমবার ভোরে যাত্রীবাহী লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট যাবার পথে জামতৈল কোবাদ শেখের মোড় পৌঁছলে রেললাইনের ওপর দিয়ে হাঁটা ওই ব্যক্তি ধাক্কা খায়। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহটি সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওয়াই এ/এডিবি