ন্যাভিগেশন মেনু

কারওয়ান বাজারে পাইকারি বাজারের সময় নির্ধারণ


রাজধানীর ব্যস্ততম এলাকায় কারওয়ান বাজারে পাইকারি বেচাবিক্রিতে নতুন সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ি সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব পণ্য গাড়ি থেকে আনলোড করতে হবে। উল্লেখিত সময়ে পাইকারি ক্রেতাদের তাদের পণ্য ক্রয় করে বাজার ত্যাগ করতে হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কারওরান বাজারের মালিক সমিতির সদস্যদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ি,  পণ্য বিক্রির সময় বিক্রেতা, বিক্রেতার সহকারী (সর্বোচ্চ একজন) ও ক্রেতা সার্বক্ষণিক মাস্ক ও গ্লাভস পরিধান করবেন এবং উভয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবেন। বাজারে আসা ক্রেতা, বিক্রেতা পণ্য পরিবহন ও মালামাল ওঠানামার সঙ্গে জড়িত সবার জন্য সাবান ও হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করবেন বাজার সমিতি।

এছাড়াও বাজারে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন যাতে ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়।

বাজার কমিটি প্রবেশ ও বাহির হওয়ার জন্য  পৃথক পৃথক রাস্তা ব্যবহারের ব্যবস্থা করবেন। যাতে সবাই সামাজিক দূরত্ব বজায় থাকে এবং এক ব্যক্তি অন্য ব্যক্তির সংস্পর্শে না আসে। হকারের মাধ্যমে কিংবা ভ্যানে কিংবা ফুটপাতে পসরা সাজিয়ে কোনো ধরনের খাবার কিংবা পণ্যসামগ্রী বিক্রি করা যাবে না।

তাছাড়া, খুচরা বাজারের সময়সীমা আগের মতোই প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বলবঁ থাকবে। আর মাছের পাইকারি বাজার আগের মতো ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত।

এডিবি/