ন্যাভিগেশন মেনু

কারাগারে ফিরহাদের দেখা না পেয়ে কাঁদলেন স্ত্রী


নারদ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের ২ মন্ত্রী-সহ চারজন। তাঁদের কেউ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে, কাউকে নিয়ে চিকিৎসকদের টেনশন, আবার কারও পরিজনরা জেলে দেখা করতে গিয়ে দেখা না পেয়ে ফিরলেন মন ভার করে।

আইনি প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলায় চার হেভিওয়েট নেতার জামিনের আবেদন মঙ্গলবার শুনল না কলকাতা হাই কোর্ট। ফলে তাদের বাড়ি ফেরা হল না।

এঁদের কেউ কাটালেন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে, কেউ এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। আর এঁদের তরফে একতরফা শুনানি আটকাতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল কেন্দ্রীয় সংস্থা সিবিআই।

ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় – সোমবার নারদ কাণ্ডে এই চারজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। সন্ধেবেলা জামিনের পর রাতে সেই জামিনে স্থগিতাদেশ।

গভীর রাতে জেলযাত্রার পর মঙ্গলবার সকাল থেকেই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। মদন মিত্র সবে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

তারপর অসুস্থতায় আর ঝুঁকি নেয়নি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। শোভন চট্টোপাধ্যায়ও অসুস্থ বোধ করেন। এদিন সকালেই এই দু’জনকে ভরতি করা হয় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। এরপর বেলার দিকে সুব্রত মুখোপাধ্যায়ের বুকে ব্যথা হওয়ায় তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নেবুলাইজার দেওয়া হয়েছে তাঁকে।

তাঁদের সকলের চিকিৎসার জন্য ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়। কার্ডিওলজি ডাক্তার সরোজ মণ্ডল সকলের স্বাস্থ্যপরীক্ষা করে জানান, আপাতত শোভন, মদন, সুব্রত সকলেই স্থিতিশীল। এঁদের প্রত্যেকেরই বয়স বেশি। নানা রকমের শারীরিক সমস্যা আছে। তবে ঝুঁকির কিছু নেই বলেই এসএসকেএম সূত্রে খবর।

এস এস