ন্যাভিগেশন মেনু

কবি নজরুলের আটচালা ঘর পরিদর্শনে অতিরিক্ত সচিব জাকির হোসেন


চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় কবি নজরুলের স্মৃতি বিজড়িত স্থান ও আটচালা ঘর পরিদর্শন করেছেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মো: জাকির হোসেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পরিদর্শন শেষে আটচালা ঘরের পাশে স্থানীয় মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

এ সময় জাকির হোসেন বলেন, কাজী নজরুল ইসলামের এই স্মৃতি বিজড়িত স্থান সৌন্দর্য বর্ধনে যা কিছু করা দরকার তা করা হবে, অচিরেই ৬তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হবে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, উপজেলা ভুমি কর্মকর্তা মহিউদ্দিন, এইচ এম সিরাজ, আব্দুল গফুর ও আটচালা ঘরের মালিক প্রকৃতি বিশ্বাস।

কবি নজরুল ইসলাম সপরিবারে  ১৯২৬ ও ১৯২৭ সালে পর পর দুইবার কার্পাসডাঙ্গার মিশনপাড়ায় এসেছিলেন। এখানে ভৈরব নদীর পাড়ের বসে নাটক পদ্মগোখরো, আমার কোন্‌ কূলে আজ ভিড়লো তরী এ কোন সোনার গাঁয়-গানসহ বেশ কিছু গল্প, কবিতা উপন্যাস লিখেছিলেন।

এনআই/ ওয়াই এ