ন্যাভিগেশন মেনু

কালকিনিতে ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন


মাদারীপুরের কালকিনিতে পাওনা টাকা চাওয়ায় ছোট ভাই কালাম বেপারীর লাঠির আঘাতে বড় ভাই ফালান বেপারী (৫৫) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এদিকে ঘটনার পর পরিবার নিয়ে পালিয়েছে কালাম বেপারী।

পুলিশ ও স্বজনরা জানান, চার মাস আগে সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের ফালান বেপারীর ছেলে শামীম বেপারীর নিকট থেকে তার ছোট চাচা কালাম বেপারী জমি বিক্রি বাবদ বায়না হিসেবে ১৪ হাজার টাকা নেয়। তার কিছুদিন পরেই জমি দলিল না দিয়ে তালবাহানা করতে থাকে। এতে শামীম তার চাচার কাছে জমি দলিল দেওয়ার দাবি করে। কিন্তু চাচা জমির দলিল না দিয়ে চার হাজার টাকা ভাতিজা শামীম বেপারীকে ফেরত দেয়।

কিন্তু বাকি ১০ হাজার টাকা বেশ কিছুদিন হলেও ফেরত না দেওয়ায় শামীমের বাবা ফালান বেপারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তার ছোট ভাইয়ের কাছে চাইতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই কালাম বেপারী লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় কালাম বেপারীর ছেলে রাজীব বেপারী দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। এতে ঘটনাস্থলেই ফালান বেপারী মারা যায়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ‘ঘটনার খরব পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি রামদা ও দরজার লাঠি জব্দ করেছি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে কালাম বেপারী ঘটনার পর থেকেই পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।’

এইচএআর/সিবি/এডিবি/