ন্যাভিগেশন মেনু

কালুরঘাটে ফেরি বেইলি ব্রীজে টেম্পুর চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু


চট্টগ্রাম কালুরঘাটে ফেরি থেকে বেইলি ব্রীজে উঠার সময় সিএনজি চালিত টেম্পুর চাপা পড়ে বাকলিয়া কলেজের এক ছাত্রী নুপুর (১৮) মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১টার দিকে ফেরিঘাটের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই কলেজ ছাত্রীর নাম ফাতেমা তুজ জোহরা (১৮)। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন হাজেরা তজু মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানান, কালুরঘাট সেতু সংলগ্ন কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে উঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজি চালিত টেম্পু নিয়ন্ত্রণ হারায়। এসময় টেম্পুটি দ্রুত পেছনের দিকে নেমে আসে। ঠিক তখনই ফেরিতে উঠার জন্য কলেজ শিক্ষার্থীর বেইলি ব্রিজ পার হচ্ছিল। টেম্পুটি বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে ওই শিক্ষার্থী চাপা পড়েন। ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ বেশ কিছু সময় ব্রিজের সাথে ঝুলে থাকে।

নিহত কলেজ ছাত্রী ফাতেমা তুজ জোহরা জেলার বোয়ালখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো.হাসানের মেয়ে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় সেন তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে বোয়ালখালী থানা পুলিশ পরির্দশন করেছেন। দুর্ঘটনায় নিহত ছাত্রীর মরদেহটি উদ্ধার করেছেন পুলিশ।