ন্যাভিগেশন মেনু

কাশ্মীরে গুলিযুদ্ধে ৩ জঙ্গি নিহত


ভারতের কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘গুলিযুদ্ধে’ তিন অস্ত্রধারী নিহত হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) রাজ্যের পুলওয়ামা জেলার কাকাপোরার গথ মহল্লায় নিরাপত্তা বাহিনীর সাথে লড়াইয়ে এই তিন জঙ্গি নিহত হয়েছে জানিয়েছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের একটি যৌথ দল কাকাপােড়াতে একটি এলকা ঘেরাও করে অনুসন্ধান অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিরা বন্দুক দিয়ে গুলি চালায়।

পুলিশ সূত্র জানিয়েছে, জঙ্গিদের মধ্যে দু'জন নওগামে গত শুক্রবার যেখানে একজন বিজেপি নেতার বাড়িটিকে টার্গেট করা হয়েছিলো, সেখানে একটি পুলিশ হত্যার সাথে জড়িত ছিল।

পুলিশ জানায়, সন্ত্রাসী চার থেকে পাঁচজন সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশ ও সেনাবাহিনী জঙ্গিদের আত্মসমর্পণে কথা জানালেও তারা তাতে রাজি না হয়ে নিরাপত্তাবাহিনীর ওপর গুলি চালায়।

এরপর, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সংঘর্ষের সময় এক মেয়েসহ দু'জন নাগরিক আহত হয়।

পাম্পোর ব্লক মেডিকেল অফিসার (বিএমও) ডা. গুলজার আহমদ জানান, আহত ইশরাত জান (২৫) এবং গোলাম নবী দার-কে (৪২) শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

কাশ্মীর জোনের পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার জানান, আল-বদর ও লস্কর-ই-তৈয়বার জঙ্গিরা যৌথভাবে বিজেপি নেতার বাড়িতে হামলা করেছিলো। কাকপোরায় নিহত তিন জঙ্গির মধ্যে দু'জনই লস্করের সদস্য। বিজেপি নেতার বাসায় পুলিশ সদস্যকে হত্যা করার ২৪ ঘন্টার মধ্যে হত্যা করা হয়েছে। তাছাড়া পুলিশ সদস্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া রাইফেলটি উদ্ধার করা হয়েছে। এছাড়া, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।

সিবি/এডিবি/