ন্যাভিগেশন মেনু

কাশ্মীরে জঙ্গী হামলায় পরিবারসহ পুলিশ কর্মকর্তা নিহত


ভারতের কাশ্মীরের পুলওয়ামা জেলায় এক পুলিশ কর্মকর্তা ও তার পরিবারকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা।

রবিবার (২৭ জুন) দিবাগত রাতে কাশ্মীর পুলিশের তরফে এ হত্যাকাণ্ডের খবর জানানো হয়।

পুলিশ জানায়, রাত ১১টা ১৫মিনিট নাগাদ পুলওয়ামা জেলার অবন্তিপোরার হারিপারিগামে কাশ্মীর পুলিশের স্পেশাল কর্মকর্তা ফয়াজ আহমেদের বাড়িতে ঢোকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশের এই কর্মকর্তার। গুরুতর জখম হন তার স্ত্রী ও মেয়ে। 

পুলিশ আরও জানায়, পরে ফয়াজের স্ত্রী রাজা বানু এবং মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই রাজা বানু মারা যান। আর আজ সকালে ওই হাসপাতালেই মারা যায় তাদের মেয়ে। তার শরীরে গুলির একাধিক জখম ছিল।

হিন্দুস্তান টাইমস জানায়, জঙ্গিদের খোঁজে জম্মু ও কাশ্মীর পুলিশ তল্লাশি শুরু করেছে। এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা। তিনি এটিকে নৃশংস হামলা আখ্যা দিয়ে জঙ্গিদের কাপুরুষ বলেছেন।

এদিকে ঘটনার নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীর বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর।

প্রসঙ্গত, টানা চার মাস উপত্যকায় কার্যত কোনও সন্ত্রাসের চিহ্ন ছিল না। হঠাৎ করেই গত কয়েক সপ্তাহে একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটতে শুরু করেছে। যার সবচেয়ে বড় হামলাটি হয়েছে গতকাল। জম্মু বিমানবন্দরের ভেতরে বায়ুসেনার ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দু’টি বিস্ফোরণ হয়। এতে দুই জওয়ান আহত হয়।

এই ঘটনার পর উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এরই মধ্যে ঘটে গেলো এই মর্মান্তিক ঘটনা।

এডিবি/