NAVIGATION MENU

কাশ্মীরে পাকিস্তানের ড্রোন গুলি করে নামাল ভারত


জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কিরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের একটি কোয়াডকপ্টারকে গুলি করে নামাল ভারতীয় সেনাবাহিনী। চার পা-বিশিষ্ট সেই ড্রোনটি আবার চিনা সংস্থার তৈরি।

ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, আজ (শনিবার) সকাল আটটার দিকে সেই কোয়াডকপ্টারটি গুলি করে নামানো হয়েছে। এক কর্মকর্তা সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, ‘সকাল আটটার দিকে জম্মু ও কাশ্মীরের কিরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনার একটি কোয়াডকপ্টারকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনাবাহিনী। 

পাকিস্তান কোয়াডকপ্টারটি একটি চিনা সংস্থার তৈরি। সেখানে নিজের অবস্থানে ওড়ার সময় ডিজেআই ম্যাভিক ২ প্রো মডেলের সেই (কোয়াডকপ্টারটিকে) গুলি করে নামানো হয়েছে।’

এর আগে জুন মাসে কাঠুয়া সেক্টরের পানেসরে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়া ৮ ফুট লম্বা একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছিল টহলদার বিএসএফ বাহিনী। সেটি থেকে স্বয়ংক্রিয় রাইফেল-সহ প্রচুর গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। 

এস এস