ন্যাভিগেশন মেনু

কাশ্মীরে সাড়ম্বরে ঈদে মিলাদুন্নবী পালিত


কাশ্মীর নিয়ে পাকিস্তান ও তাদের সাগরেদদের অপপ্রচারের অন্ত নেই।পাকিস্তান নিজের অংশের কাশ্মীরের উন্নয়নমূলক কোন কাজ তো করেই না। অর্থনৈতিক দুর্দশায় নিপতিত পাকিস্তান তার দেশেই উন্নয়ন কাজ করতে পারছে না।দেশটি শুধু পারে সন্ত্রাস ও জঙ্গি পয়দা করা। 

সেখানে আজাদ কাশ্মীরে কী করবে। তাই  সেখানকার নাগরিকরা সর্ব ক্ষেত্রে উপেক্ষিত। অথচ প্রায় সময়ই ভারতের রাজ্য কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলিমদের বিষয় নিয়ে কুমিরের ন্যায় মায়া কান্না করে।

পাকিস্তান বলে ভারতের রাজ্য কাশ্মীরের  নাগরিকদের বিধিনিষেধের মধ্য দিয়ে দিনাতিপাত করতে হয়। এবং তাদের কোন ধর্মীয় স্বাধীনতা নেই।

অথচ শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজ্যের রাজধানী শ্রীনগরে হযরতবাল মসজিদে হাজার হাজার মুসলমান শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেন।শুধু পুরুষই নয় বহু নারীও ধর্মীয় সমাবেশে যোগদান করেন। 

কাশ্মীরে সাড়ম্বরে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। গতকাল শুক্রবার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের হযরতবাল মসজিদের সমাবেশে অংশগ্রহণের এমনই ভিডিওচিত্র সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা পাকিস্তানের অপপ্রচারটার প্রতি একটি চপেটাঘাত হিসেবে বিবেচিত হলো।

এস এস