ন্যাভিগেশন মেনু

কাশ্মীরে ‘গুলিযুদ্ধে’ তিন জঙ্গি ও এক ভারতীয় সেনা নিহত


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামার জাডুরা এলাকায় গুলিযুদ্ধে তিন জঙ্গি ও এক ভারতীয় সেনা নিহত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) গভীর রাতে দক্ষিণ কাশ্মীরে এ গুলিযুদ্ধ ঘটে।

এ বিষয়ে কাশ্মীর সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানায়, ‘ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চলছে। ঘটনার বিস্তারিত এখনও পরিস্কার ভাবে জানা যায়নি। পুলিশ বলছে নিহতরা জঙ্গি সংগঠন লস্কর-এ তৈয়বার সদস্য। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল এবং দুইটি পিস্তল উদ্ধার কর হয়েছে।’

জানা যায়, পুলওয়ামার জাডুরা এলাকায় লস্কর-ই-তৈয়বার জঙ্গিরা গাঢাকা দিয়ে রয়েছে বলে খবর পায় যৌথবাহিনী। এরপরই রাতের অন্ধকারে গোটা এলাকা ঘিরে শুরু হয় অভিযান। এলাকায় চিরুনি তল্লাশি চালাতে থাকে যৌথবাহিনী। তাঁদের উপস্থিতি টের পেয়েই এলোপাথারি গুলি চালাতে শুরু করে আত্মগোপন করে থাকা জঙ্গিরা। পালটা জবাব দেয় জওয়ানরাও। 

লস্করের সদস্যদের আত্মসমর্পনের কথা বললেও তারা রাজি হয়নি। দুপক্ষের গুলির লড়াইয়ে তিন জেহাদি নিকেশ হয়েছে। সন্ত্রাসবাদীদের ছোঁড়া গুলিতে জখম হন এক জওয়ান। সঙ্গে সঙ্গে তাঁকে ৯২ বেসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে, গতকাল শুক্রবার এক অভিযান চলাকালীন সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে চার জেহাদি। এ নিয়ে দুদিনে ৭ জঙ্গি ও ১ সেনা নিহত হয়েছেন।

এমআইআর/এডিবি