ন্যাভিগেশন মেনু

কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে


ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ দিল্লির ফোর্টিস এসকর্ট হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাকে। খবর ইকোনোমিক টাইমস ও আনন্দবাজার প্রত্রিকা’র।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ‘অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে কপিলের। কপিল এখন বিপদমুক্ত এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।’

ইকোনোমিক টাইমসের সংবাদকর্মী টিনা থ্যাকারে এক টুইট বার্তায় লিখেছেন, ‘কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। দিল্লির এক হাসপাতালে এনজিওপ্লাস্টি করা হচ্ছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলা এক টুইট বার্তায় কপিল দেবের দ্রুত আরোগ্য কামনা করে লিখেন- ‘বিশাল হৃদয়ের মানুষ কপিল দেবের আশু রোগমুক্তি কামনা করছি। আপনার এখনো অনেক কিছু করার আছে অলরাউন্ডার।’

কপিল দেবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মানা হয়। ১৩১ টেস্টে তিনি ৪৩৪ উইকেট এবং ৫,২৪৮ রান করেছেন। ২২৫টি ওয়ানডে ম্যাচে তার উইকেট সংখ্যা ২৫৩ এবং রান করেছেন ৩৭৮৩।

১৯৮৩ সালে লর্ডসে ক্রিকেট ইতিহাসের অন্যতম চমকপ্রদ ঘটনা ঘটিয়েছিল কপিলের নেতৃত্বাধীন ভারত। মাত্র ১৮৩ রানের পুঁজি নিয়ে সেই সময়ের ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বার বিশ্বকাপ (প্রুডেনশিয়াল কাপ) জিতেছিল ভারত

ওয়াই এ/ওআ